শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শনিবার ১২ ঘণ্টা চুলা জ্বলবে না যেসব এলাকায়

যাযাদি ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪০
শনিবার ১২ ঘণ্টা চুলা জ্বলবে না যেসব এলাকায়
শনিবার ১২ ঘণ্টা চুলা জ্বলবে না যেসব এলাকায়

সোনারগাঁও-জনপদ রেলক্রসিং এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ শনিবার রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি জানিয়েছে, শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা উত্তরখান, দক্ষিণখান, উত্তরা ৬ নম্বর সেক্টর এবং উত্তরা ৮ নম্বর সেক্টর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, উত্তরা ২ নম্বর সেক্টর ও উত্তরা ৪ নম্বর সেক্টরে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সাথে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে