মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আলিম পরীক্ষায় শেখ মুজিবুর রহমানের উপর প্রশ্ন: তদন্তের নির্দেশ

যাযাদি ডেস্ক
  ০১ জুলাই ২০২৫, ১৮:১১
আলিম পরীক্ষায় শেখ মুজিবুর রহমানের উপর প্রশ্ন: তদন্তের নির্দেশ
ছবি : সংগৃহীত

চলতি বছরের আলিম পরীক্ষায় বাংলা প্রথমপত্রে শেখ মুজিবুর রহমানের একটি বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নপত্রে 'ভরসা হলো, আর দমাতে পারবো না' — শেখ মুজিবের এই উক্তি উদ্ধৃত করে একটি প্রশ্ন রাখা হয়। প্রশ্নটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

প্রশ্নপত্রে ১৫ নম্বর প্রশ্নে শেখ মুজিবুর রহমানের উক্তি ‘ভরসা হলো, আর দমাতে পারবে না’ উল্লেখ করা হয় এবং পরে প্রশ্ন করা হয়, "বঙ্গবন্ধুর এ ভরসা হওয়ার কারণ কী?"

অপশনগুলো ছিল:

  • (ক) বাঙালি বুঝেছে তাদের মুখের ভাষা কেড়ে নিতে চায়
  • (খ) একুশে ফেব্রুয়ারি গুলি হওয়ার খবরে সারাদেশে হরতাল হয়েছে
  • (গ) ফরিদপুরে রাজবন্দীর মুক্তি চেয়ে স্লোগান হওয়ায়
  • (ঘ) বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্তি দেওয়ায়

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, উক্ত প্রশ্নটি মূল পাঠ্যবই থেকেই নেওয়া হয়েছে। তবে, বর্তমানে পাঠ্যবইয়ের ওই অংশে এখনও বিদ্যমান থাকায়, প্রশ্নপত্রে অন্তর্ভুক্ত করার বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত কিছু ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জানান,

"প্রশ্নটির বিষয়টি আমি জানি। এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমি নিজেও আছি। ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে। যারা এ প্রশ্ন প্রণয়নে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও বলেন,

"এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) প্রকাশিত পাঠ্যবইয়ে এখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কিত বিষয় রয়েছে। তবে যে ব্যক্তি এটি প্রণয়ন করেছেন, তার কাজটি উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে।"

এ ঘটনার পর বিষয়টি নিয়ে শিক্ষাবোর্ড তদন্ত করছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে