মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বক্সে আগুন 

যাযাদি ডেস্ক
  ০৪ আগস্ট ২০২৪, ১২:৪৩
ছবি: যায়যায়দিন

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বক্সে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে এ আগুন দেয়া হয়। এদিন সকাল থেকে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া দেন আন্দোলনকারীরা।

সকালে সাড়ে ১০টার পরে আন্দোলনকারীরা পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ¯েøাগান দেন এবং তাদের বাধা দেয়ার চেষ্টা করেন। পরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের আন্দোলনকারীরা ধাওয়া দিলে তারা সরে যান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে