বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সেনা ও পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আরও ৫ জন গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৪, ১১:৫৬
ছবি: সংগৃহীত

রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দেয়ার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) ভাষানটেক ও কাফরুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

গ্রেফতারকৃতরা হলেন, আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম এবং কাজী রাসেল।

এতে বলা হয়, গতকাল শনিবার ভাষানটেক ও কাফরুল অভিযান চালিয়ে প্রথমে তাদেরকে আটক করে সেনাবাহিনী। পরে জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম শেষে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এছাড়া, দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে