রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
সাম্য হত্যার বিচার দাবি 

ফের শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের অবস্থান

ঢাবি প্রতিনিধি
  ১৮ মে ২০২৫, ১৩:৩৭
আপডেট  : ১৮ মে ২০২৫, ১৩:৪৫
ফের শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের অবস্থান
সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানার সামনে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান। ছবি: ফোকাস বাংলা

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ থানার সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ‎

আজ ‎রোববার (১৮ মে) বেলা সাড়ে ১২টায় শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা। গতকাল শনিবারও তারা থানার সামনে অবস্থান নিয়েছিলেন।

1

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষক, সাম্যের সহপাঠী, বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় কয়েকশ শিক্ষার্থী বেলা সাড়ে ১২টায় শাহবাগ থানার সামনে মিছিল নিয়ে আসেন।

এ সময় আগে থেকেই শাহবাগ থানার প্রবেশ গেট বন্ধ করে সামনে অবস্থান নেয় পুলিশ। ভেতরে প্রবেশ করতে না পারায় গেটের সামনেই বসে পড়েন শিক্ষার্থী। পরে শিক্ষকসহ কয়েকজন প্রতিনিধি শাহবাগ থানার ভেতরে প্রবেশ করেন।

এ সময় ‘শিক্ষার্থীরা উদ্যানে মানুষ মরে শাহবাগ থানা কী করে’; ‘আমার ভাই কবরে, শাহবাগ থানা কী করে’; ‘বিচার চাই, বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, সোহরাওয়ার্দী উদ্যান একটি অরক্ষিত জায়গা। সেখানে প্রশাসনের উদাসীনতায় নানা ধরনের অপরাধ হতো। যার পরিণতি দেখা গেল সাম্য হত্যাকাণ্ডের মাধ্যমে।

‎তারা বলেন, সাম্য হত্যার ঘটনায় জড়িত অন্য আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে। ‎

‎এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সাম্য হত্যার বিচারের দাবিতে সমাবেশ করে শিক্ষার্থীরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে