বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ‘রূপরেখা’ দিল এনসিপি

ঐকমত্যের বৈঠক
যাযাদি ডেস্ক
  ০২ জুলাই ২০২৫, ২০:৪০
শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ‘রূপরেখা’ দিল এনসিপি
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা জাতীয় ঐকমত্য কমিশনের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ‘রূপরেখা’ দিয়ে বলেছেন, রাজনৈতিক দলগুলো মিলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সমাধান চায় তারা।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের অষ্টম দিনের সংলাপ শেষে ক্ষমতা হস্তান্তরের রূপরেখা দেওয়ার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরে এনসিপি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে যখনই ক্ষমতা হস্তান্তরের সময় হয়, তখন সরকারি দল, বিরোধী দল ও অন্যান্য দলের মধ্যে একটা সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। এ কারণে আমরা এনসিপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং ঐকমত্য কমিশনের কাছে ক্ষমতা হস্তান্তরের সুস্পষ্ট রূপরেখা দিয়েছি।’

দলটির কেন্দ্রীয় সদস্য জাবেদ রাসিম বলেন, ‘ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেখানে বিচারালয়কে টেনে এনে বিচারালয়কে রাজনীতিকরণ করার ব্যবস্থা করা হয়েছিল, আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি।

আমরা বলেছি, রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রশ্নের সমাধান করতে হবে।’

এনসিপির রূপরেখা তুলে ধরে তিনি বলেন, সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে একটি ১১ সদস্যের সংসদীয় সর্বদলীয় কমিটি গঠন হবে। এই কমিটি সরকারি দল, বিরোধী দল ও অন্য সংসদ সদস্যদের তিনজন করে নাম প্রস্তাব করতে বলবে, যারা প্রধান উপদেষ্টা হতে পারেন।

প্রস্তাবিত মোট নয়জনের নাম জনসমক্ষে প্রকাশ করা হবে। সর্বদলীয় কমিটির ১১ জন সদস্য এই নয়জনের মধ্য থেকে প্রধান উপদেষ্টা বেছে নিতে ভোট দেবেন। আট/তিন ভোটে যিনি পাস করবেন তিনিই প্রধান উপদেষ্টা মনোনীত হবেন।

জাবেদ রাসিম বলেন, এই পদ্ধতিতে প্রধান উপদেষ্টা মনোনীত করা সম্ভব না হলে আনুপাতিক ভোট পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠিত হলে ‘র‍্যাংক চয়েজ’ ভোট পদ্ধতিতে সেই নয়জন প্রার্থীর মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা হিসেব বেছে নেওয়া যাবে।

জাতীয় ঐকমত্য কমিশনে ‘মৌলিক’ সংস্কারের প্রস্তাব দেওয়া এনসিপির এই নেতা বলেন, ‘আমরা একটা পদ্ধতি দাঁড় করাতে চাই, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়া আমরা ঠিক করতে চাই। ক্ষমতা হস্তান্তরের সময় যে যুদ্ধাবস্থা, গৃহযুদ্ধের মত অবস্থা সৃষ্টি হয়, সেই অবস্থা যেন বিরাজ না করে সেই প্রস্তাব আমরা দিয়েছি। তারা (ঐকমত্য কমিশন) বিবেচনা করবে বলেছেন।’

সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্য নিজেদের প্রস্তাব তুলে ধরে এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব বলেন, ‘সীমানা নির্ধারণের জন্য একটি স্বাধীন সীমানা পুনর্নির্ধারণ কমিশনের বিষয়ে প্রস্তাব রেখেছি। তার পরেও সকল রাজনৈতিক দল একমত হয়েছে নির্বাচন কমিশনের অধীনে একটি বিশেষায়িত কমিটি হবে। যেটি সংবিধানের ১১৯ (১)গ এর অনুচ্ছেদে যুক্ত করা হবে। সে বিষয়টা ঐকমত্যের স্বার্থে পুনর্বিবেচনা করবো।’

তিনি বলেন, ‘সকল দলই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে একমত হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে