বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব ম্যানেজিং কমিটিকে না জানিয়ে এককভাবে পরিচালনা করছেন। পরীক্ষার ফি ও নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এমনকি এনজিওর মাধ্যমে বিনামূল্যে বিতরণকৃত হেপাটাইটিস-বি টিকার জন্যও শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০-৬০০ টাকা করে আদায় করেছেন বলেও অভিযোগ রয়েছে।
এসব অনিয়মের প্রতিবাদে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা বরিশাল শিক্ষা বোর্ড, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারীদের দাবি, নিজের দুর্নীতির বিষয় আড়াল করতে প্রধান শিক্ষক এখন ম্যানেজিং কমিটির সভাপতি এইচএম সোহাগের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, লিখিত অভিযোগ পেয়েছেন এবং সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের সভাপতি এইচএম সোহাগ জানান, “আমি প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা সেই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সঠিক তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান।