রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

কালও বিক্ষোভের ডাক ইশরাক সমর্থকদের

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি
যাযাদি রিপোর্ট
  ১৮ মে ২০২৫, ১৪:৫৮
কালও বিক্ষোভের ডাক ইশরাক সমর্থকদের
আগামীকালের কর্মসূচির ঘোষণা দেন সাবেক সচিব মশিউর রহমান। ছবি: সংগৃহীত

কাল সোমবার ফের নগর ভবন ও এর আশপাশের সড়কে অবস্থান ও বিক্ষোভ করবেন ইশরাকের সমর্থকরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা গত চারদিন ধরে বিক্ষোভ চালিয়ে আসছেন।

অবস্থান কর্মসূচি থেকে সাবেক সচিব মশিউর রহমান নতুন কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন. আগামীকাল বেলা ১১টা থেকে আবারও নগর ভবন ও এর আশপাশের সড়কে অবস্থান ও বিক্ষোভ করবেন ইশরাকের সমর্থকেরা।

1

এদিকে, আজ চতুর্থ দিনের মতো ঢাকার গুলিস্তানে নগর ভবনের সামনে তাদের অবস্থান ও বিক্ষোভের কারণে ওই রাস্তায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে তারা বিক্ষোভ মিছিল করেন।

আজও নগর ভবনের মূল ফটকসহ সব ফটকে তালা ঝুলছিল। ফলে নগর ভবনে কাজ হয়নি। নাগরিক সেবা বন্ধ রয়েছে।

‘ঢাকাবাসী’ ব্যানারে চারদিন ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাকের সমর্থকেরা। ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি তারা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন।

তাদের অভিযোগ, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কারণেই আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেন শপথ নিতে পারছেন না।

ইশরাকের সমর্থকদের অবস্থান ও বিক্ষোভের কারণে নগর ভবনের সামনের রাস্তায় সব ধরনের যান চলাচল আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বের হলে যান চলাচল শুরু হয়।

দুপুর ১২টার পর ইশরাকের সমর্থকদের মিছিলটি নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে গোলাপ শাহ মাজার, জিরো পয়েন্ট, পুরানা পল্টন মোড়, প্রেস ক্লাব, শিক্ষাভবন মোড় ঘুরে ফের নগরভবনের সামনে এসে শেষ হয়। সেখানে তারা আধঘণ্টা অবস্থান করেন।

এর আগে সকাল নয়টা থেকে বঙ্গবাজার মোড় থেকে নগর ভবনে আসার রাস্তা ও গোলাপ শাহ মাজারের দিক থেকে নগর ভবনে আসার পথে ব্যারিকেড রাখা হয়। এ সময়ে কোনো যানবাহন এই পথ হয়ে চলাচল করতে পারেনি।

আজও নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে রাখার কারণে কর্মকর্তাদের কেউ অফিসে আসেননি। আর কর্মচারীদের একটি অংশ এই আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নিয়েছেন। তালা লাগিয়ে দেওয়ার কারণে নগর ভবন থেকে দেওয়া সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে।

এসব সেবার মধ্যে রয়েছে জন্ম ও মৃত্যুনিবন্ধন, ট্রেড লাইসেন্সের (ব্যবসার অনুমতিপত্র) আবেদন ও নবায়ন, কর প্রদান ইত্যাদি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর নগর ভবনেই থাকায় সেখানে দাপ্তরিক কাজ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে ইশরাকপন্থীদের টানা আন্দোলনের কারণে গত কয়েক দিন তিনি সেখানে যাননি।

বিক্ষোভকারীরা বলেন, যত দিন না ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে, তত দিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

গতকাল নগর ভবনের মূল ফটক ও বিভিন্ন বিভাগের দপ্তরে তালা দেন ইশরাকের সমর্থকেরা। এতে নাগরিক সেবা-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ ছিল।নগর ভবনের পাশাপাশি দক্ষিণ সিটির ১০টি আঞ্চলিক কার্যালয়েও গতকাল তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর ফলে ওই সব কার্যালয় থেকে দেওয়া নাগরিক সেবা বন্ধ হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে