পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে একদিনে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৯২৫ আসামি গ্রেপ্তার হয়েছেন। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও ৫৬৭ জন। সব মিলিয়ে ১৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৮ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও ৫৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন মামলায়। সব মিলিয়ে ১৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।