পাইকারি বাজারে দাম কম থাকায় ট্রাক ভাড়া না দিয়ে চার হাজার পিস ফুলকপি রেখে লাপাত্তা হয়েছেন দুই ব্যবসায়ী। টাঙ্গাইল শহরের পার্ক বাজারে সোমবার (১১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঠাকুরগাঁও এলাকার দুই ব্যবসায়ী চার হাজার পিস ফুলকপি কিনে ঢাকায় আড়তে বিক্রির করতে ১৭ হাজার টাকায় একটি ট্রাক ভাড়া করেন। ট্রাকটি রোববার(১০ জানুয়ারি) রাতে রওনা হয়ে বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজায় পৌঁছলে সেখানে ওজন স্টেশনে ৪ ঘণ্টা সময় লেগে যায়। পরে ট্রাকটি সোমবার(১১ জানুয়ারি) দুপুর ১২টায় টাঙ্গাইল পৌঁছায়। ঢাকার আড়তে সকাল ৭ পর্যন্ত মালামাল বিকিকিনি হয়।
ইতোমধ্যে ওই দুই ব্যবসায়ী মোবাইল ফোনে জানতে পারেন, ঢাকার পাইকারি বাজারে ফুলকপির দাম তাদের ক্রয়মূল্যের চেয়ে কম। একদিকে পাইকারি বাজারে দাম কম অন্যদিকে দুপুর হয়ে যাওয়ায় তারা ফুলকপি নিয়ে টাঙ্গাইল শহরের পার্কবাজারে যান।
সেখানেও কপির দাম কম থাকায় ব্যবসায়ীরা ট্রাক বোঝাই কপি রেখে কৌশলে পালিয়ে যায়। এরপর কোনও উপায় না পেয়ে ট্রাক চালক ও ট্রাকের মালিক কপিগুলো নিয়ে জেলার বাসাইল হাটে উঠায়। সেখানে তারা ট্রাকের তেল খরচ উঠাতে পাঁচ পিস কপি ২০ টাকা করে বিক্রি শুরু করে। সোমবার সন্ধ্যা পর্যন্ত তারা অল্প কিছু কপি বিক্রি করে। তবে ফুলকপি ব্যবসায়ীদের নাম পরিচয় জানা যায়নি।
ট্রাক চালক তোফাজ্জল হোসেন জানান, ঠাকুরগাঁও এলাকার দুই ব্যবসায়ী চার হাজার ফুলকপি কিনেন। পরে কপিগুলো ঢাকার পাইকারি বাজারে নিতে তাদের ট্রাকটি ১৭ হাজার টাকায় ভাড়া করেন। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজার স্কেলে ৪ঘণ্টা আটকে ছিল। এজন্য টাঙ্গাইল পৌঁছতেই সোমবার দুপুর হয়ে যায়। ঢাকার আড়তগুলোতে ভোরে বেঁচাকেনা শুরু হয়। টাঙ্গাইলেই দুপুর হওয়ায় কপিগুলো টাঙ্গাইলের পার্ক বাজারে উঠানো হয়। সেখানে ন্যায্যমূল্য না পেয়ে ব্যবসায়ীরা ট্রাক ভাড়া না দিয়ে সটকে পড়ে। তাদের নাম পরিচয় তিনি জানতে পারেন নি।
ট্রাকের মালিক আজহার আলী জানান, ভাড়া না দিয়ে ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার পর কপিগুলো বাসাইল হাটে উঠানো হয়। পাঁচ পিছ কপি ২০টাকা দরে অর্ধেকেরও কম পরিমাণ কপি বিক্রি করা হয়। এতে ট্রাকের তেল খরচ উঠবে না।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd