শনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২
কাস্টমসের কমপ্লিট শাটডাউন

হিলি স্থলবন্দরের কার্যক্রম ব্যাহত, বিপাকে আমদানিকারকরা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ২৮ জুন ২০২৫, ১৮:৫৭
হিলি স্থলবন্দরের কার্যক্রম ব্যাহত, বিপাকে আমদানিকারকরা
হিলি স্থলবন্দর: ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারনের দাবিতে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৮ জুন) সকাল থেকে তারা এই কর্মসূচি শুরু করেন। কাস্টমস কার্যালয় খোলা থাকলেও তারা কোন কার্যক্রম করছেন না। কর্মকর্তারা কেউ কেউ কাস্টমসে আসলেও তারা দাপ্তরিক কাজ থেকে বিরত রয়েছেন।

এদিকে তাদের এই কর্মসূচির কারণে সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলে দুপুর সাড়ে ১২টা থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়।

আমদানি শুরু হলেও কাস্টমস কর্মকর্তা কাজ না করায় আমদানিকৃত পণ্যের বিল অবএন্ট্রি সাবমিট থেকে শুরু করে পরিক্ষণ, শুল্কায়ন কার্যক্রম করতে পারছেন না ব্যবসায়ীরা।

এতে করে বন্দর থেকে আমদানিকৃত পণ্য খালাস করতে না পারায় বিপাকে পড়েছেন তারা। অবিলম্বে তাদের এই কর্মসূচি যেন প্রত্যাহার করে নেন সরকারের প্রতি সেই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে