শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​​​​​​​শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে জাবি শিক্ষকদের অবস্থান

জাবি প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২২, ২০:০৩

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ

বুধবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা সাড়ে ১১ টায় এই কর্মসূচি আয়োজন করা হয় উক্ত কর্মসূচিতে জাবির বিভিন্ন বিভাগ থেকে ১০ জন শিক্ষক অর্ধশতাধিক ছাত্র উপস্থিত ছিলেন

অবস্থান কর্মসূচিতে অর্থনীতি বিভাগের অধ্যাপক . আনু মোহাম্মদ বলেন, 'শাবিপ্রবি উপাচার্যের অনিয়মের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের পেটোয়া বাহিনী পুলিশের নির্মম অত্যাচারের প্রতি আমরা ধিক্কার জানাই শিক্ষার্থীদের যৌক্তিক এই আন্দোলনের সাথে আমরা সংহতি প্রদর্শন করছি শাবিপ্রবির ভিসির পদত্যাগের সাথে অন্যান্য যে ৩৩ ভিসি পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন, আমরা চাই সেই ইচ্ছাও বাস্তবায়ন হোক আমরা ইউজিসির নিকট দাবি জানাই, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেন বিশ্ববিদ্যালয়ে সংষ্কারগত উন্নয়নের সুস্পষ্ট চিত্র সাধারন জনগনের নিকট তুলে ধরে'

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক . মির্জা তাসলিমা সুলতানা বলেন, 'শাবিপ্রবির শিক্ষার্থীরা প্রায় ১৬০ ঘন্টা ধরে অনশন করেছে যা বর্তমান সময়ে বিরল ঘটনা তাদের মধ্যে কোনো ষড়যন্ত্র বা হঠকারিতা দেখা যায়নি বরং সরকারের সকল ক্ষেত্র থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাদেরকে উষ্কানি, হুমকি, নির্যাতন করে সুশৃঙ্খল আন্দোলনে ব্যাঘাত ঘটানো হচ্ছে'

এসময়ে আরও উপস্থিত ছিলেন . এএসএম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, . শামীমা সুলতানা, . সাঈদ ফেরদৌস, ছাত্র ফ্রন্ট ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে