সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

কবি নজরুল কলেজে সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  ১৮ আগস্ট ২০২২, ১০:২৮
আপডেট  : ১৮ আগস্ট ২০২২, ১০:৪০
কবি নজরুল কলেজে সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস) এর আয়োজনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় শতাধিক শিক্ষার্থীকে হাতে-কলমে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে কবি নজরুল সরকারি কলেজের অডিটোরিয়ামে সাংবাদিকতায় প্রশিক্ষণটি শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সাংবাদিক সমিতির সভাপতি মাঈন উদ্দিন আরিফ।

এ কর্মশালায় ক্যাম্পাস সাংবাদিকতা কী, শিক্ষার্থীরা কীভাবে এই পেশায় চ্যালেঞ্জ গ্রহণ করবে, সংবাদ উপস্থাপনা, সংবাদ লিখন ও সংগ্রহসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। কর্মশালায় শিক্ষার্থীদের সাংবাদিকতার বিষয়ে খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। এতে অংশগ্রহণকারীরা নিজের দক্ষতা অর্জন করতে পারছেন। সাংবাদিকতায় ক্যারিয়ার গঠনে কোন পথে এগোতে হবে, কীভাবে এগোতে হবে সে বিষয়েও তাদের বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। কর্মশালা শেষে বাছাইকৃত ১০ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন- ভোরের কাগজের স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসাইন, দৈনিক সমকালের ক্রাইম রিপোর্টার আতাউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এএসএম সুজা উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, নারী বিষয়ক সম্পাদক শ্রাবণী কবির এ্যামিসহ আরও অনেকে।

যাযাদি/ এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে