দীর্ঘ ৫ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৩৮৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ১০০ জনকে সহ-সভাপতি, ১১ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জনকে সাংগঠনিক সম্পাদক, ৬৬ জনকে সহ-সম্পাদক এবং ৫৫ জনকে সদস্য পদে মনোনীত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সম্পাদক ও উপ-সম্পাদক পদে মোট ১৪৩ জন মনোনীত হয়েছেন।
শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, রাত নয়টার পর বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেইজ থেকে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। এর মাধ্যমে জাবি শাখার ছাত্রলীগের কমিটি পূর্ণতা পেল। আমাদের দু'জনের কাঁধ থেকে বড় একটা বোঝা নেমে গেল। আশা করি শাখা ছাত্রলীগ পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি পেয়েছিল জাবি ছাত্রলীগ। পাঁচ বছর দায়িত্ব পালন করার পর ২০২১ সালের অক্টোবরে জুয়েল-চঞ্চল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে চলতি বছরের শুরুতে সোহেল-লিটন কমিটি দায়িত্ব গ্রহণ করে।
যাযাদি/সাইফুল