বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কুমিল্লায় যানজট নিরসনে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার কুমিল্লা
  ০২ জুলাই ২০২৫, ১২:০৮
আপডেট  : ০২ জুলাই ২০২৫, ১৫:৩৭
কুমিল্লায় যানজট নিরসনে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় আবারও উচ্ছেদ অভিযান চালানো হয়। ছবি: যায়যায়দিন

কুমিল্লা, ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় আবারও উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া এই অভিযানে অংশ নেয় কুমিল্লা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম এবং সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম।

কান্দিরপাড়, রামঘাট, মনোহরপুর ও রাজগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি নির্মাণ সামগ্রী অপসারণ ও অবৈধ বিদ্যুৎ-পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, ‘জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এবং নগরীর সৌন্দর্য রক্ষায় নিয়মিত এই ধরনের অভিযান চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে