বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

যবিপ্রবি ছাত্রলীগ নেতা দ্বীপের বহিষ্কারাদেশ প্রত্যাহার

যবিপ্রবি প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৩, ১১:১৭
যবিপ্রবি ছাত্রলীগ নেতা দ্বীপের বহিষ্কারাদেশ প্রত্যাহার

জামায়াত নেতা সাঈদীর মৃত্যুতে পোস্ট দেওয়ার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম ইকরামুল কবির দ্বীপের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রবিবার (০১ অক্টোবর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, এস এম ইকরামুল কবির দ্বীপ(যুগ্ম-সাধারণ সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এর উপর আনীত অভিযোগ তদন্ত সাপেক্ষে মিথ্যা প্রমাণিত হওয়ায় তাঁর ওপর আরোপিত অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল কবীর দ্বীপ বলেন, আমি বিশ্বাস করি সত্যের জয় অনিবার্য। আমি প্রথমে ধন্যবাদ জানায় বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইকে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, যা আমি আগেও বলেছি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তদন্তে আমার নামে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। কোনো ধরনের কারণ দর্শানো ও যাচাই-বাছাই ছাড়াই আমার উপর বহিষ্কারাদেশ ছিলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। যারা ক্ষমতার অপব্যবহার করে সংগঠনকে বিতর্কিত করার অপচেষ্টা করেছে আমি তাদের বিচার চাই।

উল্লেখ্য, ২রা সেপ্টেম্বর ভোরের পাতার সাংবাদিক উৎপল দাস তার ফেসবুক একাউন্ট থেকে ইকরামুল কবীর আইডি নামে সাঈদীর মৃত্যু সম্বলিত একটি ভুয়া স্ক্রিনশট শেয়ার করেন। তারপরই কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই প্রায় বিশ দিন পর ৩রা সেপ্টেম্বর (২০২৩) যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মো: সোহেল ও সাধারণ সম্পাদক তানভির ফয়সাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দ্বীপকে সাময়িক বহিষ্কার করে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে