রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

শ্রীপুরে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি

শ্রীপুর পৌর(গাজীপুর) প্রতিনিধি
  ১৭ মে ২০২৫, ১৮:১৭
শ্রীপুরে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি
ছবি: যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার অধ্যাপক রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি পরিচালনা করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১৭ মে) বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ।

1

অধ্যাপক রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন এবং মপবিস-২ এর সাবেক সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে