শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বুটেক্স অধিভুক্ত কলেজে মাধ্যমিক পাশ কর্মকর্তা হতে পারবেন অধ্যাপক 

বুটেক্স প্রতিনিধি
  ০৩ নভেম্বর ২০২৩, ০৯:০৬
বুটেক্স অধিভুক্ত কলেজে মাধ্যমিক পাশ কর্মকর্তা হতে পারবেন অধ্যাপক 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)- এর অধিভুক্ত কলেজ গুলোর নিয়োগ বিধিমালা অনুসারে একজন মাধ্যমিক (কারিগরি) পাশ কর্মকর্তা হতে পারবেন কলেজের অধ্যাপক।

২০১৪ সালের ২৬ জুন প্রকাশিত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়োগ বিধিমালা অনুসারে একজন মাধ্যমিক সমপর্যায়ের কারিগরি (ভোকেশনাল) পাশ করা ল্যাবের হেলপার বা মাঠ কর্মকর্তা ৩৬ বছরের ক্রমাগত পদন্নোতিতে হতে পারবেন কলেজের অধ্যাপক। শর্ত অনুযায়ী এর জন্য প্রয়োজন পড়বেনা কোনো প্রকার উচ্চতর শিক্ষাগত যোগ্যতার।

যেখানে একই অধ্যাপক পদে একজনকে সরাসরি নিয়োগ পেতে হলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি ছাড়াও প্রয়োজন পড়বে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। আবার কেউ পিএইচডি ছাড়াই শুধুমাত্র স্নাতকোত্তর ডিগ্রির সাথে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা দ্বারাও নিয়োগ পেতে পারেন।

এছাড়াও নিয়োগ বিধিমালায়, বস্ত্র অধিদপ্তর (প্রশাসনিক দায়িত্ব), টেক্সটাইল ইনস্টিটিউট (ডিপ্লোমা) ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট (মাধ্যমিক) থেকে সরাসরি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (স্নাতক পর্যায়) সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতির সুযোগও রয়েছে।

যেখানে টেক্সটাইল ইনস্টিটিউট (ডিপ্লোমা) এর একজন অধ্যক্ষ বা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসনিক) হিসেবে দায়িত্ব পালনের পর কোনো রকম শিক্ষকতার অভিজ্ঞতা ছাড়াই অধ্যাপক পদে পদোন্নতি পেতে পারেন।

এরকম অসংখ্য অসংগতি এবং অসামঞ্জস্যতায় পরিপূর্ণ বস্ত্র অধিদপ্তরের নিয়োগবিধি-২০১৪ গত ০৯ বছর ধরে বিদ্যমান রয়েছে। এই ত্রুটিপূর্ণ নিয়োগবিধি মোতাবেক বিগত নয় বছর ধরে বুটেক্স অধিভুক্ত কলেজগুলোর নিয়োগ, পদায়ন ও পদোন্নতি হয়ে আসছে। এসব অসঙ্গতির বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করলে তারা নতুন নিয়োগবিধি প্রণয়নের কাজ চলমান রয়েছে বলে জানান। অথচ নতুন নিয়োগ বিধি প্রণয়নের কাজ ছয় বছর আগে শুরু হলেও এখন পর্যন্ত শেষ হয়নি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে