রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কুবির হল প্রাধ্যক্ষের পদত্যাগ

কুবি প্রতিনিধি
  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৮
আপডেট  : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৮
কুবির হল প্রাধ্যক্ষের পদত্যাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তোফায়েল হোসেন মজুমদার স্বাক্ষরিত একটি পদত্যাগপত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

রেজিস্ট্রার দপ্তরের সিল সম্বলিত পদত্যাগপত্রে এই অধ্যাপক বলেন, ব্যক্তিগত ও বিভিন্ন কারণে তার পক্ষে বঙ্গবন্ধু হলের প্রভোস্টের দায়িত্ব পালন করা সম্ভবপর নয়। এমতাবস্থায়, তিনি অদ্য ০৬/০২/২০২৪ ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করলেন।

অতএব, উপর্যুক্ত প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২২ মার্চ দায়িত্ব পালনে উপাচার্যের সাথে সমন্বয়হীনতা ও অস্বস্তিবোধের কথা বলে পদত্যাগপত্র জমা দেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে