ফেনীর পরশুরাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়নাল আবেদীন মজুমদার ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ কফিল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১০ মে) পরশুরাম সরকারি পাইলট হাই স্কুল কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলার ১৭ টি মাধ্যমিক বিদ্যালয়ে ২৭২ জন ভোটার রয়েছে। নয়টি পদের মধ্যে ছয়টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। শনিবার শুধু তিনটি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদীন। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ কফিল উদ্দিন ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী ফরিদ আহমদ পেয়েছেন ৬৩ ভোট। প্রকাশনা সম্পাদক পদে মো. ইয়াছিন ১৬৯ ভোট ও তার নিকটতম প্রতিদন্ধী আমির হোসেন ৬৬ ভোট, দপ্তর সম্পাদক পদে মামুনুর রশীদ চৌধুরী ১২১ ভোট ও তার প্রতিদন্ধী শাহিদুল ইসলাম ১১৭ ভোট পান।
বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিতরা হলেন সভাপতি পদে জয়নাল আবেদীন মজুমদার, সহ-সভাপতি সফিকুল ইসলাম ও মো হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম ও নুরুল করিম, মুদ্রণ সম্পাদক পদে ফজলুল হক, অর্থ সম্পাদক পদে বিপ্লব চন্দ্র দাস।