রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মোশতাক ও তিশাকে ঘিরে বইমেলায় দর্শকদের দুষ্টুমি

ঢাবি প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আপডেট  : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৫
মোশতাক ও তিশাকে ঘিরে বইমেলায় দর্শকদের দুষ্টুমি
মোশতাক ও তিশাকে ঘিরে বইমেলায় দর্শকদের দুষ্টুমি

অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মিজান পাবলিশার্সের সামনে কলেজ ছাত্রী তিশাকে বিয়ে করে আলোচনায় আসা কিং মোশতাক কে ঘিরে দর্শকদেরা দুষ্টুমিতে মেতে উঠেছেন। বয়কট 'সুগার ড্যাডি' বলে টিজ করেছে কয়েকজন যুবক।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় মোশতাকের লিখিত 'তিশার ভালোবাসা এবং 'তিশা এন্ড মুশতাক' বইয়ের প্রকাশনা স্টল দেখতে তিনি নাজেহালের শিকার হন।

শাহিদ নামে এক যুবক জানান, এটা (তাদের বিয়ে) রুচির দৈন্য দশা! নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর একটি কলেজের ছাত্রী জানান, "এটা অসভ্য সমাজের লক্ষণ ছাড়া আর কিছুই নয়"।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ছাত্র ইউনুস জানান, "খন্দকার মোশতাকের টাকা এবং ক্ষমতা দেখে মেয়েটি হয়তো আত্মসমর্পণ করেছে। এটা বেশিদিন স্থায়ী হবে না। মেয়েটি তার ভুল বুঝতে পারবে একদিন"।

তবে মিজান পাবলিশার্সের এক বিক্রয় কর্মী জানান, "সবাই বইটি হাতে নিয়ে দেখলেও কিনছে কম"।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে