বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

জাবিতে গণধর্ষণের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাবি প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৭
জাবিতে গণধর্ষণের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা কর্তৃক নারী ধর্ষণ, ছাত্রলীগের অব্যাহত নারী নিপীড়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশবিরোধী সন্ত্রাসী কর্মকান্ড, শিক্ষাঙ্গনে দখলদারিত্ব, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস এবং সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সহাবস্থানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে আজ বুধবার দুপুর ২:৪০ মিনিটে মিছিলটি ক্যাম্পাস সংলগ্ন চানখারপুল মোড় থেকে শুরু হয়ে ঢাকা মেডিকেল ও বকশিবাজার মোড় অতিক্রম করে শহীদ ফজলে রাব্বি হলের সামনে গেলে পুলিশি হামলায় ছত্রভঙ্গ হয়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল বলেন, "জনগণের ম্যান্ডেডবিহীন অবৈধ স্বৈরাচারী সরকার ও তাদের চাটুয়া মেরুদণ্ডহীন প্রশাসনের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, সন্ত্রাস ও ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত করেছে। এদেশের ছাত্রসমাজ ধর্ষণে সেঞ্চুরি মানিকের উত্তরসুরী ছাত্রলীগ থেকে এর বেশি কিছু আশা করতে পারে না ।

জাহাঙ্গীরনগরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের মাধ্যামে ক্যাম্পাসগুলোতে নারী শিক্ষার্থীরা ছাত্রলীগ দ্বারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগকে নিষিদ্ধের মাধ্যমে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সহাবস্থানের রাজনীতি নিশ্চিত করার দাবি জানাই"।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, "ফ্যাসিবাদ সরকারের দলীয় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ আজকে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ধর্ষন,চাঁদাবাজি,ছিনতাই,মাদককারবারি ও টেন্ডারবাজির সংগঠনে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ আজ আতংকের প্রতিশব্দ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রলীগের সন্ত্রাসের অভয়ারণ্য ভেঙে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সর্বজনীন শিক্ষা ব্যাবস্থা, সহাবস্থান নিশ্চিতকরণ ও নিরাপদ ক্যাম্পাস গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে"।

এসময় উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের ১নং সহ-সভাপতি হাসানুর রহমান, যুগ্ম-সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মাসুম বিল্লাহ্ (এফ.আর), তরিকুল ইসলাম তারিক, রাজু আহমেদ, মাহাবুব আলম শাহিন, নূর আলম ভূইয়া ইমন,বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউছার, সহ-সভাপতি আকিব জাবেদ রাফি,অমর একুশে হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পি,মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের সহ-সভাপতি রাকিব আল ইসলাম শেখ শোভন , মল্লিক ওয়াসি উদ্দিন তামী, যুগ্ম-সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, ক্রীড়া সম্পাদক হাবিব আহমেদ লিয়ন, কর্মী শাকিল, কবি জসিমউদদীন হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মোঃ আবুল কাশেম, প্রচার সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদ মর্যাদায়) তানভীর বারী হামিম, কর্মী সিফাত, ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের প্রচার সম্পাদক মেহেদী হাসান রুমী, সলিমুল্লাহ্ মুসলিম হল ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ্ হিল কাফি, প্রচার সম্পাদক সৈয়দ ইয়ানাথ ইসলাম, স্যার এ.এফ রহমান হল ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সাব্বির হোসেন,সার্জেন্ট জহুরুল হক হলের কর্মী সামসুল হক আনান সহ দেড় শতাধিক নেতৃবৃন্দ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে