বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবিতে ১৪তম স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত 

হাবিপ্রবি প্রতিনিধি
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৯
হাবিপ্রবিতে ১৪তম স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত 

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১৪ তম জাতীয় স্নাতক অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ম্যাথম্যাটিকাল সোসাইটি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে হাবিপ্রবির গণিত বিভাগে ১৪তম জাতীয় স্নাতক অলিম্পিয়াডের রংপুর বিভাগীয় আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মামুনুর রশীদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তরিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. কল্যাণ কুমার দে, ই-ম্যাথ বাংলাদেশের গবেষক কাজী মো. খাইরুল বাশার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন হাবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপক এস এম শহীদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, গণিত একজন মানুষের জ্ঞানের তীক্ষ্ণতা এবং বুদ্ধির প্রখরতাকে গভীর করে। বিজ্ঞানের প্রতিটা ক্ষেত্রেই গণিতের ব্যাবহার হয়ে থাকে। বিভিন্ন তথ্য, উপাত্ত বিশ্লেষণের জন্য গাণিতিক মডেল ব্যবহৃত হয়। গণিত অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গণিত ভীতি যেমন দূর হয় তেমনি গণিতের প্রসারে আগ্রহী হবে।

সমাপনী বক্তব্যে রংপুর বিভাগীয় ১৪ তম গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক এবং গণিত বিভাগের অধ্যাপক এস এম শহীদুল ইসলাম বলেন, গণিতের চর্চার মাধ্যমেই এর প্রসার হবে। গণিত অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা ভিন্নধর্মী গাণিতিক বিশ্লেষণে আগ্রহী হবে।

উল্লেখ্য যে, ১৪ তম জাতীয় গণিত অলিম্পিয়াডে রংপুর অঞ্চলের তিনটি বিশ্ববিদ্যালয় এবং ৬টি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মোট ১১৭ জন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী উক্ত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। সকাল ১০টায় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অলিম্পিয়াডের আয়োজন। এরপর এক বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয়ের সড়ক প্রদক্ষিণ করে। অলিম্পিয়াড পরীক্ষার শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-০১ ভবনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বের শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে