সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি-র ভাইস চ্যন্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরের পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  ২০ আগস্ট ২০২৪, ১৭:৪৬
গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি-র ভাইস চ্যন্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরের পদত্যাগ
ছবি : যায়যায়দিন

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি-র (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ভাইস চ্যন্সেলর অধ্যাপক ড.এ.কিউ.এম মাহবুব ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামচুল আলম শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের চাপের মুখে তাঁরা পদত্যাগে বাধ্য হন। বিষয়টি নিয়ে ভাইস চ্যান্সেলরের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি তাঁদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলে ভাইস-চ্যান্সেলরসহ অনেকেই ক্যাম্পাস ছেড়ে চলে যান। মঙ্গলবার ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর অফিসে আসলে তাদের পদত্যাগের দাবীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা আন্দোলনে নামে এবং এক পর্যায়ে তাঁরা পদত্যাগে বাধ্য হন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে