খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। এ সময় তাঁরা শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলার বিচার দাবি করেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন হয়ে আবার কেন্দ্রীয় লাইব্রেরিতে ফিরে আসে।
পুরকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রকি বলেন, 'কুয়েটে আমার ভাইদের উপর ছাত্রদল কর্তৃক হামলা করা হয়েছে, তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছি। এই বিক্ষোভের মাধ্যমে রুয়েট শিক্ষার্থীরা হামলার তীব্র নিন্দা জানাই ও যথাযথ বিচার চাই।
রকি আরও বলেন, রুয়েটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এখানে যদি কেউ রাজনীতি চালু করার চেষ্টা করে তাহলে তার কালো হাত ভেঙে দেওয়া হবে। রুয়েটে যাতে কেউ রাজনীতি প্রবেশ করানোর সাহস না করে, এই বিক্ষোভের মাধ্যমে সকল রাজনৈতিক দলকে এই বার্তা দিতে চাই।'
বিক্ষোভ মিছিলে ‘ছাত্রদলের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, রুয়েট কুয়েট ভাই ভাই, রাজপথ ছাড়িনাই,' চব্বিশের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার ', ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই রুয়েটে হবে না’, ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, আজ দুপুর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ৫০ জন আহত হয়েছে।সংঘর্ষ থামলেও কুয়েট ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলার জেরে সেখানে দুই প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
যাযাদি/ এম