সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ইবি সাংবাদিক সমিতির সভাপতি জায়িম সম্পাদক রিফাত

ইবি প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩
ইবি সাংবাদিক সমিতির সভাপতি জায়িম সম্পাদক রিফাত
ছবি: যায়যায়দিন

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে নয়া দিগন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তাজমুল হক জায়িম সভাপতি ও দৈনিক ইনকিলাব বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাকিব রিফাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে প্রেস কর্নারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩টায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

পরে নির্বাচিত সভাপতি ও সম্পাদক আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মুতাছিম বিল্লাহ রিয়াদ (মানবজমিন), যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা (ডেইলি অবজারভার), অর্থ সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম (খবরের কাগজ), দফতর সম্পাদক মাহমুদুল হাসান (যায়যায়দিন), প্রচার সম্পাদক মোর্শেদ মামুন (কালবেলা)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে ইদুল হাসান ফারহান (দিনকাল) ও জামাল উদ্দিন (শিক্ষাবার্তা)।

ফল ঘোষণার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এছাড়া প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, গ্রীন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, রোভার স্কাউটের সম্পাদক ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান উপস্থিত ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ইসলামী ছাত্র আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ইবিসাসের সাবেক সভাপতি ইমরান শুভ্র ও সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান নবীন।

নবনির্বাচিত সভাপতি তাজমুল হক জায়িম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্যের সারথি হয়ে সাহসিকতার সাথে ক্যাম্পাস তথা দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। যার ফলশ্রুতিতে ইবিসাস ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে। এই ঐতিহ্যবাহী সংগঠনের সভাপতি হিসেবে যে গুরুদায়িত্ব আমাদের কাঁধে এসেছে আমরা সেই দায়িত্ব পালনে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো। এই কাজে ইবিসাসের সকল সহযোদ্ধাদের ও বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করছি।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, নতুন নেতৃবৃন্দকে অভিনন্দন। তোমাদের মাধ্যমে উঠে আসুক বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। আজকের এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে চাই সকল জায়গায় এই ধারা অব্যহত থাকুক। ইসলামী বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক বাংলাদেশের মধ্যে রোল মডেল।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে