খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সোমবার (১০ মার্চ) খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রশাসন শাখার প্রধানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
শেখ মুজিবুর রহমান ৩ মার্চ (সোমবার) নোটিশের জবাব দাখিল করলেও তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক প্রমাণিত হয়নি। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮-এর বিধি-১২ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে অভিযোগের বিষয়ে অধিকতর তদন্তের জন্য নতুন তদন্ত কমিটি গঠন করা হবে।
খোজ নিয়ে জানা যায়, বরখাস্ত শেখ মুজিবুর রহমান অতীতেও বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল। তবে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের কারণে অতীতে তার বিরুদ্ধে কোনো শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এছাড়াও সরকারি ব্রজলাল কলেজের মুক্তি হত্যাকাণ্ডের সাজা প্রাপ্ত আসামী ছিলেন। দীর্ঘ চার বছর কারাভোগের পর রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
যাযাদি/ এমএস