বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৃজনশীল সংগঠন ‘অ্যাস্থেটিক বাউ’-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন ‘মুহূর্তের মায়াজাল: ফটো, আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন সিজন-২’।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, বিকেল গড়াতেই ক্যাম্পাসে ছুটে আসেন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী। শাড়ি, পাঞ্জাবি আর হাতে তৈরি শিল্পকর্মে সেজে উঠেছিল পুরো প্রাঙ্গণ। কারো হাতে রঙতুলির চিত্র, কেউবা পিঠা ও হস্তশিল্প নিয়ে হাজির হয়েছেন। পুরো আয়োজনজুড়ে ছিল গান, কবিতা, বায়োস্কোপ, লাইভ ফটো কনটেস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১০০০ কাপ চায়ের ব্যতিক্রমী আয়োজন।
ছাত্রছাত্রীরা তাঁদের মুঠোফোনে ধারণ করা ছবি, হাতে আঁকা শিল্পকর্ম ও বিভিন্ন হস্তশিল্পের মাধ্যমে তুলে ধরেন ক্যাম্পাসের রঙিন মুহূর্ত ও জীবনের সৌন্দর্য। ছবি ও আর্ট-ক্রাফট বিভাগে সেরা তিনটি করে মোট ছয়টি শিল্পকর্মকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি, অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয় সার্টিফিকেট। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
কৃষি অনুষদের শিক্ষার্থী সাকিব বলেন, “এমন আয়োজন আগে কখনোই দেখিনি। শত ব্যস্ততার মাঝে এটি আমাদের মানসিক প্রশান্তি এনে দেয়।”
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী জাহিন ইজমা বলেন, “আমরা পড়ালেখার পাশাপাশি শিল্প-সংস্কৃতিতেও পিছিয়ে নেই, এই আয়োজন তারই প্রমাণ।”
সংগঠনের সাধারণ সম্পাদক মো. রিফাত আলী বলেন, “গত বছর ‘অনুভবের আয়না’ আয়োজন করেছিলাম। তারই ধারাবাহিকতায় এবার 'মুহূর্তের মায়াজাল' আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ক্যাম্পাসের সৌন্দর্যকে তুলে ধরাই ছিল আমাদের মূল উদ্দেশ্য।”
সংগঠনের সভাপতি ও কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হাসনীন জাহান বলেন, “অ্যাস্থেটিক বাউ এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা নিজেদের সুপ্ত প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছে। আজকের আয়োজন শিক্ষার্থীদের আগ্রহ ও সৃজনশীলতাকে একত্রে তুলে ধরেছে।”