শাহাবাগীদের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'শাহাবাগবিরোধী ছাত্র ঐক্য' মঞ্চের বিক্ষোভ মিছিল চলাকালীন 'গণতান্ত্রিক ছাত্রজোট'-এর মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় দুপক্ষের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের পরিববন চত্বর ও শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ২ পক্ষের প্রায় ১০ জন আহত হওয়ার খবর শোনা গেছে।
আহতরা হলেন বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক তারিক আশরাফ, ছাত্র গণমঞ্চ আহ্বায়ক নাসিম সরকার, ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কাউসার আহমেদ ও সদস্য আহমেদ ইমতিয়াজ।
অন্যদিকে শাহবাগবিরোধী ঐক্যমঞ্চের শাহরিয়ার তারিফ, তরিকুল, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম শহীদ ও জি এ সাব্বির ও নওসাজ্জামান (শিবিরের মিডিয়া ও প্রচার সম্পাদক।)
শাহবাগবিরোধী ঐক্যমঞ্চের নওসাজ্জামান বলেন, আজকের আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা পেছন থেকে মশাল নিয়ে হামলা চালায়। এ ঘটনায় আমি-সহ ৬ জন আহত হয়েছে। এর দায় তাদের নিতে হবে।
এ বিষয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের রাকিবুল ইসলাম (ছাত্র ইউনিয়নের সভাপতি) বলেন, জামায়াত নেতা রাজাকার এটিএম আজহারের দায়মুক্তির বিষয়ে আমরা মশাল মিছিলের আয়োজন করি। এসময় কয়েক দফায় ছাত্রশিবিরের ক্যাডাররা আমাদের উপর আক্রমণ করে।
তিনি আরো বলেন, এ হামলার নেতৃত্বে ছিল ছাত্রমিশনের সভাপতি জি এ সাব্বির ও শিবিরের মিডিয়া, প্রচার সম্পাদক নওসাজ্জামান এবং ছাত্রশিবিরের বিভিন্ন হলের সভাপতিরাও ছিল।