বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ প্রধান ক্যাম্পাসে কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ শেষে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
দোয়া অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, ‘২০২৪ সালের জুলাই মাসে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেটি জাতির ইতিহাসে এক দুঃখজনক অধ্যায়।
আমরা চাই না, ভবিষ্যতে আর এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। আমরা চাই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজব্যবস্থা—যেখানে সকল নাগরিকের অধিকার নিশ্চিত হবে।
শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না—আমরা একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলেই সেই রক্তঋণ পরিশোধ করব।’দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, রেজিস্ট্রার ড. মোহা. শফিকুল আলম, বাউবি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আল-আমিন সরকার, বিভিন্ন স্কুলের ডীন ও শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচালকগণসহ সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সমগ্র দোয়া অনুষ্ঠানটি এক হৃদয়বিদারক পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সকলে জাতির সেই বীর শহীদদের স্মরণ করেন। জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন, বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন।