শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

পর্তুগালে রাইড শেয়ারিং গ্রুপের উদ্যোগে কমিউনিটির মিলন মেলা

শহীদ আহমদ, পর্তুগাল প্রতিনিধি
  ১২ মে ২০২৪, ০৯:০৫
আপডেট  : ১২ মে ২০২৪, ০৯:৩৮
ছবি-যায়যায়দিন

পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি প্রবাসী রাইড শেয়ারিং পেশাজীবীদের উদ্যোগে কমিউনিটি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় মাফরা পার্কে 'টিভিডি এক্সপার্ট গ্রুপ' নামের ব্যানারে দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়। 'আটলান্টিক অটো রিপেয়ারসে'র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে রাইড শেয়ারিং মালিক-চালক ছাড়াও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সপরিবারে উপস্থিত ছিলেন।

দর্শনীয় পার্কের মনোমুগ্ধকর পরিবেশে শিশুদের কুইজ প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা, পুরুষের হাড়িভাঙ্গা প্রতিযোগিতা, সংগীত অনুষ্ঠান, মধ্যান্যভোজ ও রেফেল ড্র সহ বিভিন্ন উৎসবে মেতে উঠেন প্রবাসী পরিবারগুলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব তসলিম উদ্দিন রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা ও কমিউনিটির পরিচিত মুখ রনি হোসাইন এবং বিশিষ্ট লেখিকা ফৌজিয়া খাতুন রানা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা গোলাম আযম, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মাসুম আহমেদ ,পর্তুগাল ছাত্রীলীগের প্রতিষ্ঠিতা সেক্রেটারি শিপলু আহমেদ ,মহিলা উদ্যোক্তা শারমিন আক্তার, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) সহ-সভাপতি আনোয়ার এইচ খান ফাহিম , সাংবাদিক হাফিজুর রহমান আসাদ , ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফি আদনান আকাশ, পর্তুগাল যুবলীগ নেতা তরুণ তরুণ ব্যবসায়ী মোঃ শাহিন,হবিগঞ্জ অ্যাসোসিয়েশন অফ পর্তুগালের মিথুন আহমেদ ,রাজিব সরকার, রয়েল খান, সাকির হাসান , খাইরুল কবির শিমুল,আশরাফ হোসেন, আনিছুর রহমান, ফরিদ হোসেন, মো : হোসাইন, মো: জসিম, আহমেদ সাহাব, সাহারুল আলম,আহমেদ সাকিব প্রমুখ ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে