কন্যা সন্তানের মা হলেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সাজিয়া সুলতানা পুতুল। গতকাল সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
পুতুল তার সন্তানের নাম রেখেছেন হারমনি সৈয়দা গীতলীনা। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছে।
পুতুল বলেন, ‘সৈয়দ রেজা আলি আর আমার কন্যা সন্তানের নাম হারমনি সৈয়দা গীতলীনা। জন্মাবার কথা ছিল আরো অন্তত তিন সপ্তাহ পর; মানসিক শারীরিক, আবেগিক আর মনস্তাত্ত্বিক প্রস্তুতিটুকু সেই সময়কে মাথায় রেখে। অথচ শেষ রাতে, পৃথিবীর আলো ফুটবার আগেই টের পেতে থাকলাম অপেক্ষা করতে সে আর রাজি নয় মোটেই! পৃথিবীর আলোয় আসতে তার প্রস্তুতি আমার চেয়ে বেশি! সময়ের আগেই জন্ম নিল আমার কন্যা গীতলীনা!’
তিনি আরো বলেন, ‘জীবনে তার কাজের ভেতর দিয়ে নিজেকেও যেন প্রমাণ করতে পারে সময়ের-চেয়ে-এগিয়ে-থাকা একজন মানুষ হিসেবে, সেই প্রার্থনা আর আশীর্বাদ রাখবেন সবাই। আর সৃষ্টিকর্তা যেভাবে আমাকে আশীর্বাদপুষ্ট রেখেছেন আর করে চলেছেন সবকিছু দিয়ে সমস্ত কিছু দিয়ে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ব্যর্থ প্রয়াস আমার সব গান আর লেখালিখি, আজীবন আমৃত্যু।’
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd