নাসরিন আখতার নিপুণ- চলচ্চিত্রে তিনি নিপুণ নামেই পরিচিত। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সদ্য প্রয়াত বরেণ্য চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুর পর মুঠোফোনে যোগাযোগ করা হয় নিপুণের সঙ্গে। তার কোনো সিনেমায় অভিনয় করেননি দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা এই অভিনেত্রী। তবে সোহানের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক ছিল বলে জানান তিনি।
অভিনেত্রী হিসেবে পরিচালক সোহানুর রহমানকে কেমন দেখেছেন?
এত সিনেমায় অভিনয় করলেন তার পরিচালনায় কোনো ছবি করা হয়নি?
না, তার কোনো সিনেমায় আমার কাজ করা হয়নি। তবে তার করা হেল্থ মিনিস্ট্রি থেকে স্বাস্থ্যবিষয়ক একটা ডকুমেন্টারিতে কাজ করা হয়েছিল। সেটা ক্যানসার ইনিস্টিটিউটের। সেটাতে অভিনেতা ফেরদৌসও ছিলেন। তবে উনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়ত উনার কোনো সিনেমায় আমারও কাজ করা হয়ে যেত। তার কোনো সিনেমায় আমার না থাকাটা একটা দুর্ভাগ্যই হয়ে রইল।আপনার সিনেমার পাশাপাশি ‘জাওয়ান’ও মুক্তি পেল- বিষয়টি কেমন মনে করছেন?
হাতে থাকা অন্য ছবি? বর্তমানে হাতে আছে শহীদ রায়হান পরিচালিত ‘মনোলগ’ এবং জাহিদ হোসেন পরিচালিত ‘ফুল’ সিনেমা।
বলেছিলেন শিল্পী সমিতি থেকে সিনেমা বানাবেন- সেটার কী হলো? আমরা যে সময়ে এটার কথা বলেছি, তখন আমাদের সিনেমার খারাপ অবস্থা যাচ্ছিল। নতুন সিনেমা প্রায় হচ্ছিলই না। এখন যেহেতু নতুন সিনেমা মোটামুটি ভালো হচ্ছে তাই এখন আমরা জোর দিচ্ছি হলের ওপর। আমাদের জন্য এখন সবচেয়ে জরুরি কাজ হচ্ছে হলগুলোর সংস্কার করা। বর্তমানে সিঙ্গেল স্ক্রিনের যেসব হল আছে এগুলোর এত বাজে অবস্থা যে, কোনো দর্শকের পক্ষে গরমে সিনেমা দেখা সম্ভব নয়। কাজেই হল মালিকরা যাতে হলগুলোর সংস্কারে সরকার থেকে লোনটা গ্রহণ করে এজন্য আমরা তাদের বোঝাচ্ছি। পাশাপাশি নতুন যে সিনেমা মুক্তি পাচ্ছে সেটার প্রচার-প্রচারণার পক্ষে কাজ করছি। আমাদের সাইট থেকে সব সময় এ নিয়ে প্রচার-প্রচারণার কাজ করা হচ্ছে।
অভিযোগ আছে, আগের পরিষদ যতটা তৎপর ছিল এখন ততোটা নয়? এটা ঠিক নয়। আমরা আমাদের পরবর্তী করণীয় বিষয়ে নিয়মিত মিটিং করছি। সভাপতি হিসেবে কাঞ্চন ভাই নিয়মিত এর সভাপতিত্ব করছেন। তিনি আছেন বলেই আমরা আমাদের কাজের বিষয়ে শতভাগ তৎপর থাকতে পারছি। নয়ত আমার একার পক্ষে এটা সম্ভব হতো না। কাঞ্চন ভাই নিজের দায়িত্ব সম্পর্কে এতটাই সজাগ যে, কিছুদিন আগে একটা ওয়েবফিল্মের উন্মোচন উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল সন্ধ্যা ৭টায়। ওই অনুষ্ঠানে তিনি ঠিক কাটায়-কাটায় সন্ধ্যা ৭টায় উপস্থিত হন। এতেও ধারণা পাবেন উনি কতটা সময়ানুবর্তী, টাইম মেইটেইনের বিষয়ে কতটা সিরিয়াস।
যাযাদি/ এস