সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

একুশে পদকপ্রাপ্ত নির্মাতা সালাহউদ্দিন জাকী আর নেই

যাযাদি ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:১১
একুশে পদকপ্রাপ্ত নির্মাতা সালাহউদ্দিন জাকী আর নেই
একুশে পদকপ্রাপ্ত নির্মাতা সালাহউদ্দিন জাকী আর নেই

ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য এবং একুশে পদকপ্রাপ্ত নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সোমবার রাত ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

সাংস্কৃতিক সংগঠক নাসির উদ্দীন ইউসুফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জাকীর হাত ধরেই বাংলা সিনেমায় কাজ শুরু করেন লাকী আখান্দ, কাওসার আহমেদ চৌধুরী, হ্যাপি আখান্দদের মত খ্যাতনামা সংগীত ব্যক্তিত্বরা।

সৈয়দ সালাহউদ্দিন জাকী ১৯৪৬ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা দুজনেই কানাডায় থাকেন। সন্তানরা দেশে ফেরার পর জাকীর দাফনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

জানা গেছে, সোমবার রাত ১০টার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে নির্মাতার। এরপর দ্রæত রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নির্মাতা পরিচয়ের বাইরেও সৈয়দ সালাহউদ্দিন জাকী কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিত। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। গত শতকের নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন তিনি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে