সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কিছুই জানি না : রাজ

যাযাদি ডেস্ক
  ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৭
কিছুই জানি না : রাজ
ফাইল ছবি

অবশেষে পরীমণি ও শরিফুল রাজের সংসার অবশেষে ভেঙেই যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের আলোচনায় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন শরিফুল রাজ ও পরীমণি। তবে এবারের গল্পটা বিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ের। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি।

এদিকে গতকাল মঙ্গলবার মাঝরাতে নিজের ফেসবুকে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন পরীমণি। তবে কিছুক্ষণ পরই পোস্টটি মুছে দেন নায়িকা।

মুছে দেওয়া ওই পোস্টে পরীমণি লিখেছিলেন, ‘ধরুন এই কাজটা আমি যদি করতাম। একজনকে ভাই পরিচয় দিয়ে তার বাসায় যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে তার সাথে মাসের পর মাস পার করে দিতাম— কী বলতেন আমাকে তখন? আজ আমাকে রাজ এবং তার পাতানো বোন মিলে গায়ে হাত তুলেছে তার জবাব মিডিয়া দিতে পারবেন তো?’

এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ। তিনি এর কিছু জানেন না বলে অবহিত করেছেন সংবাদমাধ্যমকে। অনেকটা চমকে উঠে রাজ বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

এর আগেও একাধিকবার রাজ-পরীমণির সংসারে ভাঙ্গনের সুর বেজেছে। তবে খাদের কিনার থেকেও এক হয়েছেন তারা। একরত্তি সন্তানের কথা ভেবেই হননি আলাদা। এবার আর শেষরক্ষা হলো না। পরী-রাজের দুই পথ দুদিকেই বেঁকে গেল।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে