দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা পেশাগত ও ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় আলোচনায় থাকেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন স্বামী সৃজিত মুখার্জি ও সাবেক স্বামী তাহসান খানকে নিয়ে। পরকীয়া নিয়েও মুখ খুললেন তিনি।
সংবাদমাধ্যম মিথিলাকে প্রশ্ন করা হয় পরকীয়া নিয়ে। সেসময় সৃজিত ঘরণী বলেন, ‘এটা কী? আমি বুঝি না। আমি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাস করি না।’
প্রাক্তন স্বামী প্রসঙ্গে মিথিলা বলেন, মেয়ে ‘আয়রা আমার জীবন। আয়রার বাবা, তাহসান বন্ধু। আমি আর তাহসান চৌদ্দ বছর একসঙ্গে থেকেছি।’
ঈদে মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত ওয়েব কনটেন্ট ‘বাজি’। এর মাধ্যমে ফের একসঙ্গে দেখা গেছে তাহসান-মিথিলাকে। এখানে তাহসানকে দেখা গেছে ক্রিকেটারের ভূমিকায় এবং মিথিলাকে দেখা গেছে সাংবাদিকের চরিত্রে।
যাযাদি/ এম