বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে ভারতের হামলা: বলিউড তারকাদের প্রতিক্রিয়া 

বিনোদন ডেস্ক
  ০৭ মে ২০২৫, ১৩:৩১
পাকিস্তানে ভারতের হামলা: বলিউড তারকাদের প্রতিক্রিয়া 
ফাইল ছবি

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা।

এ হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। তারপর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তারই ফল স্বরূপ গতকাল রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত।

পাকিস্তানের ৬টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। ভারত এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।

এ পরিস্থিতিতে ভারতীয় শোবিজ অঙ্গনের তারকারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

‘পদ্মবিভূষণ’ পুরস্কারজয়ী ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী মাইক্রোব্লগিং সাইট এক্সে ‘অপারেশন সিঁদুর’র পোস্টার শেয়ার করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, “জয় হিন্দ।”

বলিউডের ‘খিলাড়ি’খ্যাত তারকা অভিনেতা অক্ষয় কুমার। সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও বিজেপি ঘেঁষা। ভারতীয় সেনাবাহিনীর মনোবল বাড়াতে মাইক্রোব্লগিং সাইট এক্সে লেখেন, “জয় হিন্দ জয় মহাকাল”।

বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের। ক্ষমতাসীন বিজেপি ঘেঁষা এই তারকা তার এক্স অ্যাকাউন্টে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, “ভারত মাতা কি জয়!” হ্যাশট্যাগে অনুপম খের লেখেন, “অপারেশন সিঁদুর”।

বলিউড অভিনেতা রীতেশ দেশমুখও নিজ দেশের জয় গান গেয়েছেন। তিনি লিখেন, “জয় হিন্দ কি সেনা। ভারত মাতা কি জয়! অপারেশন সিঁদুর।”

বলিউডের আলোচিত অভিনেতা পরেশ রাওয়াল। বিজেপির টিকিট নিয়ে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন। সক্রিয়ভাবে বিজেপির রাজনীতি করেন।

এ অভিনেতাও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে ‘হেরা ফেরি’ অভিনেতা পরেশ রাওয়াল লেখেন, “অপারেশন সিঁদুর। ভারতীয় সশস্ত্র বাহিনী, নরেন্দ্র মোদিজি।”

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর আজ ভোর ৫টায় এই হামলার প্রতিক্রিয়া জানিয়ে মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন।

তাতে এই নির্মাতা লেখেন, আমাদের বাহিনীর সঙ্গে আমাদের প্রার্থনা থাকবে। আমরা একটি জাতি, একসঙ্গে দাঁড়িয়ে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম।”

তা ছাড়াও অভিনেত্রী কাজল আগরওয়াল, নিমরত কৌর, তাপসী পান্নু, অভিনেতা বিনীত কুমার সিংসহ বেশ কজন তারকা নিজেদের অবস্থানের কথা জানান দিয়েছেন।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে