বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ভারতের বিরুদ্ধে গর্জে উঠেছে পাকিস্তানি দুই নায়িকা

বিনোদন ডেস্ক
  ০৭ মে ২০২৫, ১৪:২৪
ভারতের বিরুদ্ধে গর্জে উঠেছে পাকিস্তানি দুই নায়িকা
ফাইল ছবি

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা।

এ হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। সে হামলার সূত্র ধরেই গতকাল রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাকিস্তানের ৬টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও।

তবে এ হামলাকে কাপুরুষোচিত বলে উল্লখে করেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও মাহিরা খান।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে চালানো ভারতের অপারেশন সিঁদুরের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে গর্জে উঠেছেন মাহিরা-হানিয়া।

প্রতিবাদ করে ইনস্টাগ্রাম স্টোরিতে মাহিরা লিখেছেন, ‘প্রকৃত অর্থেই কাপুরুষোচিত হামলা! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন। আমিন।’ অন্যদিকে বেশি কতাহ খরচ করেননি হানিয়া। একশব্দে ভারতের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে হানিয়া লিখেছেন, ‘কাপুরুষোচিত’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে