এবারই প্রথম মেহজাবীন চৌধুরী ও তার বোন মালাইকা চৌধুরী প্রথমবার একই মঞ্চে সম্মাননা পেতে যাচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবীন চৌধুরী। তিনি জানান, আগামী ১৮ মে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে বিকেলে ‘সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৫’-এর তৃতীয় আসরে সম্মাননা প্রদান করা হবে। মেহজাবীন চৌধুরী বলেন, “আমি তো এর আগেও আমার ভালো ভালো কাজের জন্য স্বীকৃতি পেয়েছি।
এবার একই অনুষ্ঠানে আমারই ছোট বোন তার প্রথম কাজের জন্য আমার সঙ্গেই সম্মাননা পাচ্ছে। নিঃসন্দেহে এটা আমার কাছে অনেক ভালোলাগার বিষয়। আমার বিশ্বাস তাতে মালাইকা অনেক অনুপ্রাণিত হবে। ধন্যবাদ ‘সম্পূর্ণা বাংলাদেশ’কে। তাদের ভিন্ন ধরনের চিন্তাকে সাধুবাদ জানাই।”
বড় বোন মেহজাবীনে অনুপ্রাণিত হয়ে মালাইকা চৌধুরীর অভিনয়ে অভিষেক হয় গত বছরের ২৬ ডিসেম্বর। সেদিন ইউটিউবে প্রকাশ পায় মেহজাবীনের গল্প ভাবনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘সন্ধিক্ষণ’ নাটকটি। এই নাটকেই অভিষেক হয় মেহজাবীনের বোন মালাইকা চৌধুরীর।
জোভানের সঙ্গে মালাইকার অভিনয় বেশ প্রশংসিত হয়। এখন পর্যন্ত ইউটিউবে নাটকটি এক কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছে। অনেকেই মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ করতে চাচ্ছেন। কিন্তু মালাইকা সময় নিচ্ছেন। গল্প ভালো লাগলে চিন্তা করবেন পরবর্তী কাজ নিয়ে।
যাযাদি/আর