শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

তপ্ত ত্রাস

আসাদুজ্জামান খান মুকুল
  ০৫ মে ২০২৪, ০০:০০
তপ্ত ত্রাস

বৈশাখ মাসে তপ্ত ত্রাসে ওষ্ঠাগত প্রাণ,

অগ্নিহাওয়া করে ধাওয়া সুখ করে দেয় ম্স্নান!

তেষ্টাতে হায় বুক ফেটে যায় দরদর ঝরে ঘাম,

মাঠের মাঝে চাষির কাজে পুড়ে গায়ের চাম।

রোদ্দুরে তাপ দেখায় প্রতাপ নভেতে নাই মেঘ,

ধূলিঝড়ে আঘাত করে নিয়ে ভয়াল বেগ!

তীব্র খরায় ছারখারে যায় ঊষর ভূমির সব,

ঝোপের তলে ভেকের দলে তুলে কান্নার রব।

প্রভুর কাছে সবাই যাচে পেতে খানিক সুখ,

বৃষ্টি দিয়া জুড়াও হিয়া দূর হয়ে যাক দুখ!

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে