শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ছোট্ট গ্রাম

নকুল শর্ম্মা
  ০৫ মে ২০২৪, ০০:০০
ছোট্ট গ্রাম

গ্রামের নামটি কুসুমতলি এপার ওপার নদী

মায়ের মতো আগলে রেখে বইছে নিরবধি।

গাছগাছালি দু'পাশ ঘিরে ছবির মতো ছাওয়া,

শান্ত নদীর শীতল জলে সবার নাওয়া খাওয়া।

মানুষগুলো সহজ সরল আছে মিলেমিশে,

জীবন তাদের কাটছে সুখে দুঃখ আবার কীসে?

ছোট্ট গ্রামে ছোট্ট ঘরে থাকে পরম সুখে,

পেটটি ভরে চায় যে খেতে সাহস রাখে বুকে।

পাড়ায় পাড়ায় আসর বসে জোছনাভরা রাতে,

এমনি করেই সারাবছর থাকে দুধেভাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে