শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রাউজানে কার্যকরী কমিটি গঠন

মীর আসলাম
  ০৪ মে ২০২৪, ০০:০০
কার্যকরী কমিটি গঠনের পরে ঈদ পুনর্মিলনীতে ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা একই ফ্রেমে

জাতীয় দৈনিক যায়যায়দিনের লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের নিয়ে গঠন করা হয়েছে ফ্রেন্ডস ফোরাম রাউজান। রাউজান উপজেলার ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ২১ সদস্যের এই কমিটি গঠন করা হয়। একই সাথে পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন, পৌরসভার কাউন্সিলর আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম পলস্নী বিদু্যৎ সমিতি-২ এর বোর্ড সভার সভাপতি তসলিম উদ্দিন ও সমাজসেবক মঈন উদ্দিন মোস্তফাকে নিয়ে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

৫ এপ্রিল শুক্রবার কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক, পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন। যায়যায়দিনের চট্টগ্রাম বু্যরো প্রধান সনজীব নাথ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান প্রতিনিধি মীর আসলাম। উপজেলা ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমির হামজা ও ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক জিএম হাসানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যায়যায়দিন চট্টগ্রাম অফিসের প্রধান প্রতিবেদক ইব্রাহিম খলিল, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি ও পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাউজান ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক জিন্নাত আলী।

কমিটির সভাপতি : জিন্নাত আলী; সহসভাপতি : মোহাম্মদ ওসমান গণি, তপন দে ও প্রকৌশলী আনোয়ারুল আজিম; সাধারণ সম্পাদক : হাজী সেকান্দর তালুকদার; যুগ্ম সাধারণ সম্পাদক : কামরুল বাবু ও আমির হামজা, সাংগঠনিক সম্পাদক : মোহাম্মদ ইমরান হায়াত খান; অর্থ সম্পাদক : রাজিব চৌধুরী; দপ্তর সম্পাদক : জয় দাশ; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক : মোহাম্মদ সেলিম উদ্দিন; সমাজকল্যাণ সম্পাদক : মিজানুর রহমান; ক্রীড়া সম্পাদক : মোহাম্মদ নাছের; শিক্ষা বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি সম্পাদক : শাহরুখ ইমতিয়াজ; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : পংকজ ভট্টাচার্য; প্রচার ও জনসংযোগ সম্পাদক : নিশান চৌধুরী; সম্মানিত সদস্য : বিশ্বজিৎ ভট্টাচার্য, আনিসুর রহমান, মোহাম্মদ সাহাবুদ্দিন, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ সালাউদ্দিন।

উপদেষ্টা

ফ্রেন্ডস ফোরাম রাউজান, চট্টগ্রাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে