সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

পাবনার আহ্বায়ক কমিটি গঠন

আরিফ আহমেদ সিদ্দিকী
  ১১ মে ২০২৪, ০০:০০
কেক কেটে পাবনার বন্ধুদের পথ চলা শুরু

দৈনিক যায়যায়দিন পত্রিকার সহযোগী সংগঠন 'যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম'র ২১ সদস্যের পাবনা জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ৬ মে সোমবার বিকালে শহরের পাওয়ার হাউজ পাড়াস্থ বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি কার্যালয়ে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ঘোষণা করা হয় আহ্বায়ক কমিটি। কমিটির সদস্যদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। কেক কেটে আহ্বায়ক কমিটির যাত্রা শুরু করা হয়।

নারীনেত্রী ও বিশিষ্ট আইনজীবী কামরুন্নাহার জলির সভাপতিত্বে এবং সাংবাদিক, মানবাধিকার ও উন্নয়ন কর্মী কামাল সিদ্দিকীর সঞ্চালনায় শুরু হয় আলোচনা। স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও দৈনিক যায়যায়দিন পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি প্রভাষক আরিফ আহমেদ সিদ্দিকী। এরপর সবাই সবার সাথে পারস্পরিকভাবে চলে পরিচয় পর্ব। 'বন্ধুত্ব করি, দেশ গড়ি'- সেস্নাগান নিয়ে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পাবনা জেলার উপস্থিত বন্ধুরা বলেন, 'আমরা দেশের জন্য, দেশের মানুষের কল্যাণে পাশে থাকতে চাই, কাজ করতে চাই, প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের সহযোগিতা করতে চাই। গাছের চারা রোপণ করে প্রকৃতিকে সবুজে সাজাবো, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে স্বোচ্ছার হতে চাই। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত করে দলমত নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় এই ফ্রেন্ডস ফোরামকে এগিয়ে নিয়ে যেতে চাই বহুদূর।'

ফ্রেন্ডস ফোরাম পাবনা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ডক্টর মো. আলমগীর হোসেন। সব বন্ধুকে রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেন ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার জাকারিয়া মানিক। আলুর দম আর লুচি ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করান মায়ের পরশ খাবার ও পিঠা ঘরের পরিচালক অনুজা সাহা এ্যানি। নারী উদ্যোক্তা শাহনাজ সুলতানা বন্ধুদের নিজ হাতে তৈরি কেক দিয়ে খাইয়ে শুভেচ্ছা জানান। এনজিও কর্মী ফারহানা ইসলাম অনুষ্ঠানের সবাইকে আতিথেয়তায় মুগ্ধ করেন।

২১ সদস্যের আহ্বায়ক কমিটি : আহ্বায়ক : অ্যাডভোকেট কামরুন্নাহার জলি; যুগ্ম আহ্বায়ক : সহকারী অধ্যাপক ডক্টর মো. আলমগীর হোসেন, মেডিকেল অফিসার ডাক্তার জাকারিয়া মানিক ও সুচীতা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন; সদস্য সচিব : উন্নয়নকর্মী কামাল সিদ্দিকী; যুগ্ম সদস্য সচিব : উদ্যোক্তা অনুজা সাহা এ্যানি ও উদ্যোক্তা ঐন্দ্রিলা ঘোষ; সম্মানিত সদস্য : সহকারী অধ্যাপক মো. আবু সাঈদ, আব্দুর রব মন্টু, প্রভাষক মোহাম্মদ হাসানুজ্জামান, অ্যাডভোকেট ফাহিমা সুলতানা রেখা, সহকারী শিক্ষিকা জেসমিন আরা শিল্পী, কথা ক্রিয়েশনের পরিচালক শারমিন কথা ইসলাম, সংগঠক মঞ্জুয়ারা ইয়াসমিন, ওয়াই ডবিস্নউসিএ'র প্রোগ্রাম অর্গানাইজার চামেলি রিতা কস্তা, উদ্যোক্তা হালিমা খাতুন মুক্তা, উদ্যোক্তা শিরিন সুলতানা, পলস্নী চিকিৎসক মো. হাফিজুর রহমান, ফারহানা ইসলাম, রাবেয়া খাতুন ও মার্জিয়া মিম।

উপদেষ্টা

ফ্রেন্ডস ফোরাম, পাবনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে