শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

তালিকাভুক্ত আইনজীবীদের সাময়িক সনদসংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বার কাউন্সিল

আইন ও বিচার ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
তালিকাভুক্ত আইনজীবীদের সাময়িক সনদসংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বার কাউন্সিল

বাংলাদেশ বার কাউন্সিলের সর্বশেষ তালিকাভুক্ত আইনজীবীদের সাময়িক সনদ (প্রভিশনাল সার্টিফিকেট) প্রদান কার্যক্রম চলমান রয়েছে। তালিকাভুক্ত আগ্রহী আইনজীবীরা (যারা এখনো মূল সনদপ্রাপ্ত হননি) নির্ধারিত ফি জমা দিয়ে সাময়িক সনদ উত্তোলন করতে পারবেন।

আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান শিকদার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, আইনজীবীদের তালিকাভুক্তির মূল সনদ বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রদানের পূর্বে সাময়িক সনদ প্রদান করার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। গত ৯ মার্চ তালিকাভুক্ত আইনজীবীরাসহ অন্যান্য আগ্রহী আইনজীবীরা (যারা এখনো মূল সনদপ্রাপ্ত হননি) নির্ধারিত ফি জমা দিয়ে সাময়িক সনদ উত্তোলন করতে পারবেন।

উলেস্নখ্য যে, হাইকোর্ট প্যাকটিস পারমিশন পরীক্ষাসহ নানাবিধ কাজে আইনজীবীদের সাময়িক সনদ প্রয়োজন হয়, সেক্ষেত্রে পূর্ব হতে উত্তোলন করা থাকলে প্রযোজ্য ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ব্যবহার করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে