শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ধূলিময় বিষের বাতাস

শাহীন ভূঁঞা
  ০১ মার্চ ২০২৪, ০০:০০

ধূলিময় বিষের বাতাস খুলে নিয়েছে বসন্তের বুকের বন্ধনী; হাওয়ার চুমুতে আঁকা রংমাখা ফুলগুলো অধরা এখন; পুষ্পগন্ধী আঙুলে হাসে আজ সময়ের উপহাস! ধুলোমলিনতা ধ্রম্নপদী চুম্বনে যে-প্রেম খেলা করে রোজ, যে অনুভূতি জেগে থাকে ঘোরলাগা চোখের লিপিতে-- ফাগুনের পারম্পর্য মেখে তাকে জানি রোদের মিছিল।

ঋতুর বদলে গাঢ় আলিঙ্গনে কিংবা কামচোখে এখন অগ্নিঝাঁঝ; কেবল বিষাদ হয়ে ঝরে পড়ে ধূলিময় বসন্তের বুকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে