বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
১৭ বছর পদার্পণে কেক কাটা ও কার্যকরী কমিটি গঠন

ভালো কাজের প্রত্যয় নিয়ে কেন্দ্রীয় কমিটির পথ চলা

লিখেছেন সহসভাপতি মো. আব্দুল হামিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজ এবং সম্পাদনা করেছেন বি.স. জ্যোতিষ সমাদ্দার বাবু। ছবি তুলেছেন মাসুম পারভেজ ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রানা।
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ভালো কাজের প্রত্যয় নিয়ে কেন্দ্রীয় কমিটির পথ চলা
অতিথিদের সঙ্গে কেন্দ্রীয় কার্যকরী কমিটির বন্ধুরা

সূচনা পর্ব : আকাশটা বেশ পরিষ্কার শীতের শেষ বসন্তের আগমনী বার্তা এমনি একটি দিন ২৫ জানুয়ারি। এইচআরসি ভবনের ক্যাফেটিরিয়ার হলরুমে বিকাল সাড়ে তিনটা থেকে শুরু হওয়া অনুষ্ঠানমালার সাজানো গুছানো কাজে আহ্বায়ক সাখাওয়াত হোসেনের সঙ্গে আল আমিনসহ বেশ কয়েকজন বন্ধু ব্যস্ত হয়ে পড়েন। সময়মতো অতিথিরা ও ফ্রেন্ডস ফোরামের বন্ধুরাও এসে উপস্থিত হন অনুষ্ঠানস্থলে কিন্তু রাস্তায় অনাকাঙ্ক্ষিত জ্যামে সাউন্ড সিস্টেম আসতে একটু দেরি হওয়াতে অনুষ্ঠান শুরু করতে কিছুটা বিলম্ব হয়। সে যাই হোক, ৬টা বাজার কিছু পূর্বেই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ।

অতিথিদের আসন গ্রহণ : 'বন্ধুত্ব করি, দেশ গড়ি'- এই স্স্নোগানকে বুকে ধারণ করে বন্ধুদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় বর্ণাঢ্য আয়োজনে ১৭ বছরে পদার্পণ করা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। সে সময় যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মুখার্জীর সাবলীল ও সুন্দর উপস্থাপনায় শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব। ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু সভাপতির আসন অলঙ্কৃত করে অনুষ্ঠানের প্রধান অতিথি আল আরাফা গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম উজ্জ্বল, বিশেষ অতিথি চলচ্েিত্র বিশিষ্ট খলচরিত্রভিনেতা আহমদ শরীফ, সিনিয়র ম্যানেজার মো. নুরুল হক, নির্বাহী সম্পাদক খুরশীদ আলম, প্রধান প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, বিজ্ঞাপন ব্যবস্থাপক ইব্রাহিম খলিল স্বপন, প্রচার ব্যবস্থাপক বিলস্নাল হোসাইন, ইঞ্জিনিয়ার বদিউল আলম, ক্রীড়া সংগঠক মাহবুব সানী অতিথিদের নিয়ে আসনে বসার অনুরোধ করেন।

ফুলেল শুভেচ্ছা :অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উম্মে মায়মুনা, আরফিনা আক্তার, রাশিদা আক্তার মুন্নী, বিপুল শর্মা, মো. আব্দুল হামিদ প্রমুখ।

আলোচনা পর্ব : উপস্থাপক প্রথমে স্বাগত বক্তব্যের জন্য সদস্য সচিব মো. আব্দুল হামিদকে আহ্বান করেন। তিনি সব বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, 'আমরা একসঙ্গে নতুন স্বপ্ন নিয়ে ভালো কাজগুলো করে অনেক দূর যেতে চাই। দেশ গড়ার কাজে সব বন্ধুদের পাশে চাই'। বিশেষ অতিথির বক্তব্যে যায়যায়দিনের নির্বাহী সম্পাদক খুরশীদ আলম বলেন, বস্তুনিষ্ঠতা ও বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে যায়যায়দিন দেশের সব সংবাদমাধ্যমের মধ্যে একটি বহুল প্রচারিত ও আলোচিত পত্রিকা। কালো কে কালো, সাদাকে সাদা, সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করে ফ্রেন্ডস ফোরামের দীর্ঘ পথচলা আরও সুন্দর হোক এ কামনা করেন। খলনায়ক হিসেবে খ্যাত আহমেদ শরীফ যায়যায়দিন পত্রিকার প্রতি তার অকণ্ঠ ভালোবাসার স্মৃতিচারণ করেন এবং ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের ভালোবাসার মুগ্ধতা প্রকাশ করেন। তার বন্ধুত্বপূর্ণ আচরণ ও ভালোবাসায় ফোরামের উপস্থিত বন্ধুরা অন্যরকম অনুভূতিতে সিক্ত হন। বিজ্ঞাপন ব্যবস্থাপক ইব্রাহিম খলিল স্বপন বলেন, কেন্দ্রীয় কমিটি সেরা কমিটি হিসেবে দেশ ও জাতির জন্য কাজ করবে। কেন্দ্রীয় কমিটি এবং যায়যায়দিনের সাফল্য কামনা করেন। প্রচার ব্যবস্থাপক বিলস্নাল হোসাইন বলেন, ফ্রেন্ডস ফোরাম সব সময় ভালো কাজের সঙ্গে যুক্ত আছে এবং তিনি ফ্রেন্ডস ফোরামের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক সাখাওয়াত হোসেন তার বক্তব্যে উপস্থিত বন্ধুদের মাঝে ফোরামের কার্যক্রম তুলে ধরেন এবং সব ভালো কাজে সবাইকে অংশীদার হতে আহ্বান করেন। ক্রীড়া সংগঠক মাহবুব সানী বলেন, বন্ধুদের ডাকে সাড়া দিয়ে তিনি এখানে উপস্থিত হয়েছেন। সঙ্গীতশিল্পী অর্জুন বিশ্বাস দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফ্রেন্ডস ফোরামের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো. নুরুল ইসলাম উজ্জ্বল বলেন, ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের সঙ্গে তার আত্মিক সম্পর্ক। তিনি তাদের ডাকে সব সময় সাড়া দিবেন ও পাশে থাকবেন।

কমিটি ঘোষণা পর্ব :নাতিদীর্ঘ বক্তব্য শোনার পর দীর্ঘ প্রতীক্ষিত সেই মাহেন্দ্রক্ষণের জন্য উপস্থাপক উজ্জ্বল মুখার্জী ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবুকে মঞ্চে ডেকে নেন এবং কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করতে আহ্বান জানান। বি.স. জ্যোতিষ সমাদ্দার বাবু সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ২০০৮ সালের ২১ নভেম্বর থেকে পথ চলা ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের কার্যক্রমকে স্বাগত জানিয়ে হাতে হাত রেখে 'বন্ধুত্ব করি দেশ গড়ি'- এ স্স্নোগানের মান সমুন্নত রেখে এগিয়ে যেতে চান। নতুন স্বপ্নযাত্রার প্রত্যয় নিয়ে ২০২৫ সালের একত্রিশ সদস্যের কেন্দ্রীয় কমিটি কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন এবং সঙ্গীতশিল্পী নিপা আহমেদ সারাহ্‌ সবাইকে গোলাপ ও রজনীগন্ধার ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কেন্দ্রীয় কার্যকরী কমিটিতে যারা আছেন তারা হলেন :কেন্দ্রীয় কার্যকরী কমিটি : সভাপতি সাখাওয়াত হোসেন, সহ সভাপতি উজ্জ্বল মুখার্জী, নাহিদা আশরাফি, সাজ্জাদ হোসেন বিল্টু, সাজ্জাদ হোসেন রিজু ও আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক একেএম দিদার উদ্দিন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক, মাসুম পারভেজ ও নাজনীন আক্তার রিমা, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রানা, অর্থ সম্পাদক আরফিনা আক্তার, ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম, শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক অরূপ সরকার, সহশিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক নাসরিন আক্তার সুমী, সমাজকল্যাণ সম্পাদক নাইমুল ইসলাম অন্তর, সাংস্কৃতিক সম্পাদক বিপুল শর্মা, সহসাংস্কৃতিক সম্পাদক নিপা আহমেদ সারাহ্‌, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ বশির উলস্নাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাশিদা আক্তার মুন্নী, দপ্তর সম্পাদক মো. আল আমিন মৃধা, প্রচার ও জনসংযোগ সম্পাদক সৈয়দ কামাল হোসেন শাওন, সম্মানিত সদস্য আব্দুস সালাম বিন মান্নান, নুসরাত জাহান লিলি, রাজিয়া সুলতানা, আরিয়ানা প্রেমা চৌধুরী, জুবায়ের হোসেন, উম্মে মায়মুনা, মো. ইমরানুল হাসান, হাফিজুর রহমান হীরা, মো. মনির হোসেন ও জিকরুল ইসলাম। উপদেষ্টা হিসেবে যুক্ত হলেন নুরুল ইসলাম উজ্জ্বল ও শামসুল আলম। অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন : মো. মাহতাব উদ্দিন, নুরুজ্জামান খান, লিপি কাজী, মাইশা জাহান, অর্নব, জাকির হোসেন রাজু, হাবিবুর রহমান, বিজয়কৃষ্ণ মন্ডল, মোসা. শাবা কবির, দেলোয়ার হোসেন, মো. সিরাজুল ইসলাম, তাপস বৈদ্য, ওবায়দুল রহমান বাদল, শক্তি সরকার, মো. রিয়াজ হোসেন, মো. দ্বীন ইসলাম, মো. মঞ্জুরুল কবীর, নাইমুল ইসলাম প্রমুখ।

কেক কাটা ও সাংস্কৃতিক পর্ব :এ পর্বে উপস্থাপক ঘোষণা করেন ১৭ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা হবে। অনুষ্ঠানের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সভাপতি উপস্থিত অতিথি ও বন্ধুদের নিয়ে কেক কাটেন। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। শুরুতে শিশুশিল্পী শোভন শর্মার কণ্ঠে দেশাত্মবোধক গান 'সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি/ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি' পরিবেশিত হয়। মরমী লোকসঙ্গীত শিল্পী নিপা আহমেদ সারাহ্‌ চমৎকার গায়কীতে শোনান কবি জসীমউদ্‌দীনের লেখা 'আমার হাড় কালা করলাম রে/আমার দেহ কালার লাইগা রে/ওরে আমার অন্তর কালা করলাম রে/দুরন্ত পরবাসী'। এরপর দিদার উদ্দিন সেলিমের কথা ও সুপ্রিম চৌধুরীর সুর করা গান, 'তুমি আমার আকাশের চাঁদ' এবং সবশেষে রসিক 'রসিক দিলকা জ্বালা/ও লাল কুর্তাওয়ালা/দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা/দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা।' গানগুলো শ্রোতাদের ভীষণ মুগ্ধ করে করতালির মাধ্যমে শ্রোতারা অভিবাদন জানান। সঙ্গীতশিল্পী বিপুল শর্মা পরিবেশন করেন, রূপঙ্করের গাওয়া গান সেরা একটি গান 'আজ শ্রাবণের বাতাস বুকে/এ কোন সুরে গায়/আজ বরষা নামল সারা/আকাশ আমার পায়' এবং 'ওগো বর্ষা তুমি ঝর না গো অমন জোরে/কাছে সে আসবে তবে কেমন করে?' এ গানগুলোও করতালির মাধ্যমে শ্রোতারা অভিবাদন জানান। সবশেষে ইত্যাদি খ্যাত সঙ্গীতশিল্পী অর্জুন কুমার বিশ্বাস ও নিপা গেয়ে শোনান ফ্রেন্ডস ফোরামের থিম সঙ্গীত 'যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম/আমরা ফ্রেন্ডস ফোরাম/ সামাজিক সচেতনতা বাড়াতে/মানুষের পাশে দাঁড়াতে'। গানটির লেখা, সুর ও সঙ্গীতে অর্জুন বিশ্বাস। এরপর অর্জুন কুমার বিশ্বাস জীবনমুখী গান গেয়ে শোনান 'হই হই কইরা শেষ পর্যন্ত প্রেম হইল না', 'আমার এই মনটা', 'বিয়া করলাম কারে', 'বাপের পোলা', 'বউ আমার ময়না' গানগুলো গেয়ে শুনান। তার এই চমৎকার পরিবেশনায় সবাই হাসি-আনন্দে উপভোগ করেন এবং করতালির মাধ্যমে শ্রোতারা অভিবাদন জানান। সাংস্কৃতিক পর্বে কিবোর্ডে এ এইচ জীবন, তবলায় শক্তি সরকার, প্যাডে সুমন বিশ্বাস আর ঢোলে ছিলেন প্রণব।

অসাধারণ এক আনন্দ অনুভূতি নিয়ে সাংস্কৃতিক পর্ব শেষ হয়। সৌজন্যে ছিল আল আরাফাহ্‌ গ্রম্নপ ও ম্যাককফি বাংলাদেশ। সবশেষে নাজিলাস কিচেনের ডিনার পর্ব ছিল দারুন উপভোগ্য। শেষ হয়েও হলো না শেষ আবার জমবে মেলা বটতলা হাটখোলা। জয়তু ফ্রেন্ডস ফোরাম...

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে