মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আনোয়ারা কেইপিজেড হাই-টেক পার্কের উদ্বোধন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২১, ১৫:২৪
আনোয়ারা কেইপিজেড হাই-টেক পার্কের উদ্বোধন
আনোয়ারা কেইপিজেড হাই-টেক পার্কের উদ্বোধন

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ জোনের গ্রাউন্ড বেকিং ভার্চুয়াল অনুষ্ঠানে কেইপিজেড হাই-টেক পার্কের উদ্বোধন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ও বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়া হোনোন এলইই জ্যাং-কেইন ও কেইপিজেডের চেয়ারম্যান সিইও মি. কিহাক সুং।

আজ বুধবার ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রায় ১০০ একর জায়গার ওপর নির্মিত এই হাইটেক পার্কের উদ্বোধন করা হয়।

কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ভার্চুয়ালে যুক্ত হন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি প্রাইভেট ইপিজেড সেল এএসএম ফেরদৌস খান, কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিসেস আবিদা ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পলক বলেন, আমি বিশ্বাস করি কেইপিজেডে বিনিয়োগ ডিজিটাল প্রবৃদ্ধি, কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরিসহ অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। হাইটেক পার্কের অবকাঠোমো সুবিধা কাজে লাগিয়ে কেইপিজেড মেড ইন বাংলাদেশের পণ্য রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, ক্রিয়েটিভ ক্রাউডের ব্যবস্থাপনা পরিচালক নওশের রহমানসহ অংশীজনেরা।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে