মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

ইইসি সনদ পেল আইফোন ১৩ সিরিজ

যাযাদি ডেস্ক
  ১২ জুন ২০২১, ২১:০৩
ইইসি সনদ পেল আইফোন ১৩ সিরিজ
ইইসি সনদ পেল আইফোন ১৩ সিরিজ

আঞ্চলিক সংস্থা ইউরেশিয়ান ইকোনোমিক কমিশনের (ইইসি) কাছ থেকে সনদ পেল মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। আইফোন ১৩ সিরিজ বাজারে আনার জন্য এ সনদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম জিএসএমঅ্যারিনা।

অ্যাপল বলছে, চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন ১৩ সিরিজ বাজারে আনার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত ইইসি ছাড়া বিশ্বের অন্য কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছ থেকে সনদ পাওয়া সম্ভব হয়নি। চলমান করোনা পরিস্থিতির কারণে এমনটি হয়েছে।

ইউরেশিয়ান ইকোনোমিক কমিশনের (ইইসি) সনদে আইফোনের নতুন সিরিজের মডেল নাম্বার প্রকাশ করা হয়েছে। মডেল নাম্বারগুলো হলো- A2628, A2630, A2634, A2635, A2640, A2643 এবং A2645। এসব ডিভাইসে আইফোন অপারেটিং সিস্টেম (আইওএস) চালু থাকবে বলে জানা গেছে।

অ্যাপল বলছে, তারা আইফোন ১২ সিরিজ আপডেট করার চিন্তা করছে। এর মধ্যে আইফোন মিনিও রয়েছে। নতুন আপডেটে ৫ ন্যানোমিটার এ-১৫ চিপ এবং নতুন ডিজাইনের নচ রাখা হবে। তাছাড়া প্রো মডেলগুলোতে ১২০ হার্জ এলটিপিও ওএলইডি স্ক্রিন রাখা হবে। বর্তমানে প্রো মডেলগুলোতে ৬০ হার্জ এলটিপিও ওএলইডি স্ক্রিন ব্যবহৃত হচ্ছে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে