মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
 মাইলফলক ছুঁতে চলছে নাসা

মহাকাশে নতুন গ্রহের সন্ধানে

যাযাদি ডেস্ক
  ২৮ জুন ২০২৫, ১৫:০৯
মহাকাশে নতুন গ্রহের সন্ধানে
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সরাসরি ক্যামেরায় তুলে আনে নতুন গ্রহের ছবি।

মহাকাশ গবেষণায় নতুন এক মাইলফলক ছুঁতে চলছে নাসা। এই প্রথম, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সরাসরি ক্যামেরায় তুলে আনলো নতুন গ্রহের ছবি। পৃথিবী থেকে প্রায় ১১০ আলোকবর্ষ দূরে থাকা এই গ্রহটি অবস্থান করছে অ্যান্টলিয়া নামের এক নক্ষত্রপুঞ্জের। বৈজ্ঞানিকদের মতে, গ্রহটির বয়স মাত্র ৬০ লক্ষ বছর, অর্থাৎ পৃথিবী বা সৌরজগতের তুলনায় অনেক নবীন। তবে আকৃতিতে এটি সৌরজগতের শনির সমান।

এর আগে সৌরজগতের বাইরে বহু গ্রহ আবিষ্কৃত হলেও সেগুলোর অধিকাংশই ধরা পড়েছে পরোক্ষ পদ্ধতিতে। সরাসরি ক্যামেরায় ছবিসহ গ্রহ চিহ্নিত করার ঘটনা খুবই বিরল;মাত্র ২ শতাংশেরও কম। এবার সেই কঠিন কাজটিই সম্ভব করেছে জেমস ওয়েব টেলিস্কোপ।

গ্রহটি যেই নক্ষত্রের চারপাশে ঘুরছে, তার নাম টিডব্লিউএ-৭। এই নক্ষত্রটি সূর্যের চেয়ে ছোট এবং অপেক্ষাকৃত কম উজ্জ্বল। নতুন গ্রহটির কক্ষপথও ব্যতিক্রমী। এটি তার নক্ষত্র থেকে এতটাই দূরে রয়েছে যে পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্বের ৫২ গুণ বেশি। তুলনায়, আমাদের সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ নেপচুনও সূর্য থেকে এতটা দূরে নয়; তার দূরত্ব সূর্য-পৃথিবী দূরত্বের ৩০ গুণ।

প্রসঙ্গত, আলো এক বছরে যতটা পথ অতিক্রম করে, সেটাই এক আলোকবর্ষ। প্রায় সাড়ে ৯ লক্ষ কোটি কিলোমিটার। সেই হিসাবে নতুন গ্রহটি আমাদের থেকে কতটা দূরে, তা সহজেই অনুমান করা যায়। এই সাফল্যের পর নতুন করে আলোচনায় আসছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই টেলিস্কোপ ভবিষ্যতের মহাকাশ গবেষণায় এক বড় ভরসা হয়ে উঠছে বৈজ্ঞানিকদের কাছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে