এআই প্রযুক্তির সাহায্যে মাকে ‘জড়িয়ে ধরলেন’ রেডিটের সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ান। ২০ বছর আগে মারা গিয়েছেন তার মা। তারে মায়ের সঙ্গে জড়িয়ে ধরা ভিডিও ভাইরাল।
কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা দক্ষ তা পরীক্ষা করতে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন অ্যালেক্সিস। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই ছবিতে ফুটে ওঠে ‘প্রাণ’।
মা মারা যাওয়ার পর ২০ বছর পার হয়ে গিয়েছে। মা-ছেলের একসঙ্গে প্রচুর ছবি থাকলেও কোনও ভিডিও ছিল না। তাই মায়ের মৃত্যুর পর তাঁকে ‘জড়িয়ে ধরা’র সুযোগ দিল এআই।
সম্প্রতি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাফল্য প্রদর্শন করলেন রেডিটের সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ান। মাকে জড়িয়ে ধরার এই ভিডিওটি নাকি ৫০ বারেরও বেশি দেখেছেন তিনি।
সমাজমাধ্যমে পোস্ট করে অ্যালেক্সিস জানান যে, তাঁর মায়ের সঙ্গে কোনও ভিডিও ছিল না তাঁর কাছে। কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা দক্ষ তা পরীক্ষা করতে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন অ্যালেক্সিস। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই ছবিতে ফুটে ওঠে ‘প্রাণ’। নড়াচড়া করতে শুরু করে তাঁর ছেলেবেলার ছবি।
দেখা যায়, তাঁর মায়ের চুল উড়ছে। অ্যালেক্সিসকে হাসিমুখে বুকে জড়িয়ে ধরছেন তিনি। ভিডিওটি দেখে বোঝার উপায় নেই যে, এটি কৃত্রিম ভাবে বানানো। আসল ছবির পাশাপাশি সেই ভিডিওটি সমাজমাধ্যমে পোস্ট করেন অ্যালেক্সিস।
নেটাগরিকদের অধিকাংশ সেই ভিডিওতে ভালেবাসা এঁকে দিলেও অনেকেই অ্যালেক্সিসকে সাবধান করে দিয়েছেন। অনেকেই উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘‘কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এমন স্পর্শকাতর জিনিস তৈরি না করলেই ভাল হয়। এতে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে।’’